ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রিটিশ রানীর বিশেষ সম্মাননা পেলেন দুই বাংলাদেশি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ১২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ব্রিটিশ রানী এলিজাবেথের সম্মাননা পেলেন দুই বাংলাদেশি। শুক্রবার রানী এলিজাবেথের জন্মদিন উপলক্ষে মোট এক হাজার ৫৭ জনকে বিভিন্ন সম্মাননা দিয়েছেন রানি। যেখানে বাংলাদেশি বংশোদ্ভূত পাশা খন্দকার ও আব্দুল আজিজ সরদার সমাজে উল্লেখযোগ্য অবদান রাখার পুরস্কার স্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।

এদের মধ্যে ব্রিটিশ এম্পায়ার মেডেল (বিইএম) পান টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র আব্দুল আজিজ সরদার। উল্লেখ্য, এই অনুষ্ঠানেই মেম্বার অব দ্য ব্রিটিশ অ্যাম্পায়ার (এমবিই) খেতাবে ভূষিত হন বিসিএর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার।  

বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এর সাবেক মেয়র আব্দুল আজিজ সরদারকে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য এই সন্মানজনক খেতাবে ভূষিত করা হয়েছে।

ব্রিটিশ বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ক্যাটারিং ইন্ড্রাস্ট্রিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসাবে পাশা খন্দকারকে এমবিই দেয়া হয়। পাশা খন্দকার সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করছেন।

উল্লেখ্য, ব্রিটেনের রানীর জন্মদিন ও নববর্ষ উপলক্ষে প্রতি বছর বিশেষ খেতাব ঘোষণা করা হয়। এদের মধ্যে থাকে নাইট হুড বা স্যার উপাধি, সিবিই, ওবিই, এমবিই, বিইএম ইত্যাদি।

এসি   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি